Sentence and its Classification | বাক্য ও তার শ্রেণিবিভাগ | Part -2

Sentence and its Classification
3. Imperative Sentence (অনুজ্ঞাবাচক বাক্য ) :

যে বাক্য আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি বোঝায় তাকে Imperative Sentence বলে। (A sentence that expresses an advice or a command or an entreaty is called an Imperative sentence.)

Examples :

এখনি বেড়িয়ে যাও – Get out at once.
কথা বলা বন্ধ করো – Stop talking.
মিথ্যা কথা বলো না Do not tell a lie.
ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার কর – Clean the blackboard.
শিক্ষককে মান্য করবে- Obey your teachers.
গোলমাল কর না- Do not make a noise.
এখনই এখানে এসো – Come here at once.

Note : এই sentence-এ subject you’ সর্বদা উহ্য (understood) থাকে। ফলে verb দিয়ে বাক্য শুরু হয়।

4. Optative Sentence (ইচ্ছাত্মক বা প্রার্থনাসূচক বাক্য ) :

যে বাক্য ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে। (A sentence that expresses ‘wish’ or ‘pray’, is called an Optative sentence.)

Examples :

তুমি দীর্ঘজীবী হও – May you live long.
ঈশ্বর তোমার মঙ্গল করুন – May god bless you.
তুমি জীবনে উন্নতি লাভ কর – Wish you success in life. যদি আমি পাখি হতাম তবে সর্বদা উড়ে বেড়াতাম – If I were a bird, I would always fly.

Note: এই sentence সাধারণত May, wish এবং কোনো কোনো ক্ষেত্রে If দিয়ে শুরু করা হয়।

5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য ) :

যে বাক্য আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি প্রকাশ করে, তাকে Exclamatory Sentence বলে। (A sentence that expresses strong feeling like joy, sorrow or surprise is called an Exclamatory sentence.)

Examples:

কী বিরাট সাপ ! – What a big snake !
হায় আমার কী সর্বনাশ হয়েছে – Alas! I am undone.
কী নিদারুণ – What a pity !
কী সুন্দর গোলাপ ফুলটি – How beautiful the rose is !
কী মজা ! আমরা খেলায় জিতেছি – Hurrah! We have won the match.

Note : Exclamatory Sentence-কে Exclamation-ও বলা হয়। এই Sentence Exclamation mark (!) দিয়ে শেষ হয়।

AFFIRMATIVE AND NEGATIVE SENTENCE (হ্যাঁ-সূচক বা না- সূচক বাক্য ) :

উপযুক্ত প্রতিটি শ্রেণির বাক্যের আবার দুটি করে রূপ (form) আছে। যথা—

i. Affirmative Sentence- হ্যাঁ-সূচক বাক্য
ii. Negative Sentence -না-সূচক বাক্য

Affirmative Sentence ( হ্যাঁ-সূচক বাক্য ) : যে বাক্য হ্যাঁ-বাচক বা ইতিবাচক বক্তব্য প্রকাশ করে তাকে Affirmative or Positive Sentence বলে। (A Sentence which affirms something in called an affirmative or a positive sentence.)

Examples :

তুমি খুব পরিশ্রমী – You are very industrious.
সে ভালো ছেলে – He is a good boy.
তাহাদের একটি গাড়ি ছিল — They had a car. তাহারা ছাত্র – They are students.
তার একটি টুপি আছে – He has a cap.
সূর্য পূর্বদিকে ওঠে – The Sun rises in the east.

Negative Sentence (না সূচক বাক্য ) :

যে বাক্য না-বাচক বা নেতিবাচক বক্তব্য প্রকাশ করে তাকে Negative Sentence বলে। ( A sentence that negatives or denies something is called a Negative Sentence ).

Examples :

আমি স্কুলে যাই না -I do not go to school.
সে ভালো ছেলে না – He is not a good boy.
তাদের গাড়ি ছিল না- They had no car.
সূর্য পশ্চিম দিকে ওঠে না -The sun does not rise in the West.
তাহারা ভালো ছেলে না- They are not good students.
সে কখন এখানে আসে না – He never comes here.

Affirmative Sentence-কে Negative Sentence করার নিয়ম ।

Operator-গুলির সাথে ‘no’ বা ‘not’ বসিয়ে Affirmative Sentence-কে Negative Sentence ‘Be’ verb (am, is, are, was, were…) ‘Have’ verb (have, has, had), shall, will, can, would, may, might, must ইত্যাদি verb-র পরে ‘not’ বা ‘no’ বসিয়ে Affirmative Sentence কে Negative করতে হয়।

Examples :

আমি ডাক্তার হব-I shall be a doctor. (Aff.)
আমি ডাক্তার হব না -I shall not be a doctor. (Neg.)
সে গোবরডাঙায় বাস করে – He lives at Gobardanga(Aff.)
সে গোবরডাঙায় বাস করে না। He does not live at Gobardanga. (Neg.)

লক্ষ করো , Does এবং did যখন সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় তখন verb-এর রূপের পরিবর্তন হয় না অর্থাৎ verb-এর Present Form (First form) বসে। অন্যভাবে বলা যায় Do not, Does not, Did not-এর পরে verb-এর মূল form ব্যবহৃত হয়।

Note : Negative করার সময় Number (বচন), Gender (লিঙ্গ), Person (পুরুষ), Subject (কর্তা), Tense (কাল), কোনোটাই পরিবর্তিত হয় না।

নীচের Table গুলি লক্ষ করো :

  1. Statement (বিবৃতিমূলক) :
Affirmative ( হ্যাঁ-সূচক )Negative( না-সূচক )
Abhinava is a good boy.
(অভিনব ভালো ছেলে।)
Abhinava is not a good boy.
( অভিনব ভালো ছেলে নয়। )
I went to school.
(আমি বিদ্যালয়ে গিয়েছিলাম।)
I did not go to school.
(আমি বিদ্যালয়ে যাইনি।)
He comes here everyday.
(সে প্রতিদিন এখানে আসে।)
He does not come here everyday.
(সে প্রতিদিন এখানে আসে না।)
He will play football.
(সে ফুটবল খেলবে।)
He will not play football.
( সে ফুটবল খেলবে না। )

2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য ) :

Affirmative (হ্যাঁ-সূচক)Negative ( না-সূচক )
Is he a student ?
(সে কি একজন ছাত্র?)
Is he not a student?
(সে কি একজন ছাত্র নয় ?)
Does Ram go to school ?
( রাম কি স্কুলে যায় ?)
Does not Ram go to school ?
(রাম কি স্কুলে যায় না ? )
Has he a pen ?
( তার কি একটি কলম আছে ? )
Has he not a pen ?
(তার কি একটি কলম নেই ?)
Where does he play ?
( সে কোথায় খেলা করে ? )
Where does he not play?
(সে কোথায় খেলা করে না ? )

3. Imperative Statement (অনুজ্ঞাসূচক বাক্য) :

Affirmative (হ্যাঁ-সূচক)Negative (না-সূচক)
Read the book.
(বইটি পড়ো।)
Do not read the book.
(বইটি পড়ো না।)
Please come here.
(অনুগ্রহ করে এখানে এসো।)
Please do not come here.
(অনুগ্রহ করে এখানে এসো না।)
Do the work.
(কাজটি কর।)
Do not do the work.
(কাজটি করো না।)

4. Optative Statement (ইচ্ছার্থক/প্রার্থনাসূচক বাক্য ) :

Affirmative (হ্যাঁ-সূচক) Negative (না-সূচক)
May you be happy.
(তুমি সুখী হও।)
May you not be happy.
(তুমি সুখী হয়ো না।)
May he live Long.
(সে দীর্ঘজীবী হোক।)
May he not live long.
(সে যেন দীর্ঘজীবী না হয়।)

5. Exclamatory Statement (ইচ্ছার্থক/প্রার্থনাসূচক বাক্য ) :

Affirmative (হ্যাঁ-সূচক)Negative (না-সূচক)
Hurrah! We have won the game.
(কী আনন্দ! আমরা খেলায় জিতেছি।)
Alas! We have not won the game.
(হায়! আমরা খেলায় জিততে পারিনি।)
Good God! I am Saved.
(ঈশ্বর মঙ্গলময়। আমি রক্ষা পেয়েছি।)
Good God! I am not saved.
(ঈশ্বর মঙ্গলময়। আমি রক্ষা পাইনি।)

NEGATIVE-INTERROGATIVE SENTENCE (না সূচক -প্রশ্নবোধক বাক্য ) :

যখন প্রশ্নবোধক বাক্য না-বাচক বা নেতিবাচক অর্থ প্রকাশ করে তখন তাকে Negative Interrogative Sentence বলে। (When an Interrogative sentence expresses negative sense is called a Negative Interrogative sentence.)

Examples :

সে কি আজ আসেনি ? – Has he not come today?
ছাত্রটি কি দ্বাদশ শ্রেণিতে পড়ে না ? – Does the student not read in class XII ?
তুমি কি ছাত্র নও ? – Are not you a student ?

DIVISION OF SENTENCES ON THE BASIS OF STRUCTURE ( গঠনগত দিক থেকে বাক্যের বিভাগ ) :

গঠনগত দিক থেকে (According to structure) Sentence তিন প্রকার যথা: (i) Simple Sentence (সরল বাক্য)
(ii) Complex Sentence (জটিল বাক্য) (iii) Compound Sentence (যৌগিক বাক্য)

Simple Sentence (সরল বাক্য) :

যে বাক্যে একটিমাত্র কর্তা (Subject) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (Finite verb) থাকে, তাকে Simple sentence বলে। (A sentence which has only one subject and one finite verb, is called a simple sentence.)

Examples :

সে ভালো আবৃত্তি করে – He recites well.
ছেলেটি অষ্টম শ্রেণিতে পড়ে – The boy reads in class VIII.
পাখিরা আকাশে ওড়ে – Birds fly in the sky.
সজল কাউকে পছন্দ করে না – Sajal does not like anybody.
আমি রবীন্দ্রসংগীত ভালোবাসি – love Rabindra Sangeet.

Complex Sentence (জটিল বাক্য ) :

যে বাক্যে একটি মাত্র Principal (প্রধান) clause (বাক্যাংশ) এবং এক বা একাধিক Sub-ordinate (অপ্রধান) clause থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে । ( A sentence which consists of one principal clause and one or more sub-ordinate clauses is called a complex sentence ).

Examples :

আমি জানি যে ছেলেটি সৎ – I know that the boy is honest. প্রত্যেকে জানে যে সে সাহসী – Everybody knows that he is brave. যখন সূর্য অস্ত গেল তখন আমরা ফিরে এলাম – When the sun set, we returned.

Note: Complex Sentence-এ সর্বদা একাধিক Finite Verb থাকে এবং বাক্যাংশগুলি Sub-ordinating Conjunctions or binders (which, that, it, when ইত্যাদি) দিয়ে যুক্ত হয়।

iii. Compound Sentence (যৌগিক বাক্য ) :

যে বাক্যে দুটি বা তার বেশি সমগুরুত্ব সম্পন্ন (Co-ordinate) বাক্যাংশ কোনো সমন্বয়কারী সংযোজন অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে Compound sentence বলে। (A sentence consisted of two or more co-ordinate clauses and joined together by co-ordinating conjunctions or connectives is called a Compound Sentence.)

Examples :

আমি অসুস্থ ছিলাম এবং সে-জন্য আমি ক্লাসে যোগ দিতে পারিনি – I was ill and so I could not attend classes.
লোকটি গরিব কিন্তু সৎ – The man is poor but honest.
যে আসতে পারে আবার না আসতে পারে -He may come or he may not came.

এই Sentence-এর clause-গুলি Linkers (and, but, or ইত্যাদি) দিয়ে যুক্ত হয়।

Leave a Comment