3. Imperative Sentence (অনুজ্ঞাবাচক বাক্য ) :
যে বাক্য আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রভৃতি বোঝায় তাকে Imperative Sentence বলে। (A sentence that expresses an advice or a command or an entreaty is called an Imperative sentence.)
Examples :
এখনি বেড়িয়ে যাও – Get out at once.
কথা বলা বন্ধ করো – Stop talking.
মিথ্যা কথা বলো না Do not tell a lie.
ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার কর – Clean the blackboard.
শিক্ষককে মান্য করবে- Obey your teachers.
গোলমাল কর না- Do not make a noise.
এখনই এখানে এসো – Come here at once.
Note : এই sentence-এ subject you’ সর্বদা উহ্য (understood) থাকে। ফলে verb দিয়ে বাক্য শুরু হয়।
4. Optative Sentence (ইচ্ছাত্মক বা প্রার্থনাসূচক বাক্য ) :
যে বাক্য ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে। (A sentence that expresses ‘wish’ or ‘pray’, is called an Optative sentence.)
Examples :
তুমি দীর্ঘজীবী হও – May you live long.
ঈশ্বর তোমার মঙ্গল করুন – May god bless you.
তুমি জীবনে উন্নতি লাভ কর – Wish you success in life. যদি আমি পাখি হতাম তবে সর্বদা উড়ে বেড়াতাম – If I were a bird, I would always fly.
Note: এই sentence সাধারণত May, wish এবং কোনো কোনো ক্ষেত্রে If দিয়ে শুরু করা হয়।
5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য ) :
যে বাক্য আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি প্রকাশ করে, তাকে Exclamatory Sentence বলে। (A sentence that expresses strong feeling like joy, sorrow or surprise is called an Exclamatory sentence.)
Examples:
কী বিরাট সাপ ! – What a big snake !
হায় আমার কী সর্বনাশ হয়েছে – Alas! I am undone.
কী নিদারুণ – What a pity !
কী সুন্দর গোলাপ ফুলটি – How beautiful the rose is !
কী মজা ! আমরা খেলায় জিতেছি – Hurrah! We have won the match.
Note : Exclamatory Sentence-কে Exclamation-ও বলা হয়। এই Sentence Exclamation mark (!) দিয়ে শেষ হয়।
AFFIRMATIVE AND NEGATIVE SENTENCE (হ্যাঁ-সূচক বা না- সূচক বাক্য ) :
উপযুক্ত প্রতিটি শ্রেণির বাক্যের আবার দুটি করে রূপ (form) আছে। যথা—
i. Affirmative Sentence- হ্যাঁ-সূচক বাক্য
ii. Negative Sentence -না-সূচক বাক্য
Affirmative Sentence ( হ্যাঁ-সূচক বাক্য ) : যে বাক্য হ্যাঁ-বাচক বা ইতিবাচক বক্তব্য প্রকাশ করে তাকে Affirmative or Positive Sentence বলে। (A Sentence which affirms something in called an affirmative or a positive sentence.)
Examples :
তুমি খুব পরিশ্রমী – You are very industrious.
সে ভালো ছেলে – He is a good boy.
তাহাদের একটি গাড়ি ছিল — They had a car. তাহারা ছাত্র – They are students.
তার একটি টুপি আছে – He has a cap.
সূর্য পূর্বদিকে ওঠে – The Sun rises in the east.
Negative Sentence (না সূচক বাক্য ) :
যে বাক্য না-বাচক বা নেতিবাচক বক্তব্য প্রকাশ করে তাকে Negative Sentence বলে। ( A sentence that negatives or denies something is called a Negative Sentence ).
Examples :
আমি স্কুলে যাই না -I do not go to school.
সে ভালো ছেলে না – He is not a good boy.
তাদের গাড়ি ছিল না- They had no car.
সূর্য পশ্চিম দিকে ওঠে না -The sun does not rise in the West.
তাহারা ভালো ছেলে না- They are not good students.
সে কখন এখানে আসে না – He never comes here.
Affirmative Sentence-কে Negative Sentence করার নিয়ম ।
Operator-গুলির সাথে ‘no’ বা ‘not’ বসিয়ে Affirmative Sentence-কে Negative Sentence ‘Be’ verb (am, is, are, was, were…) ‘Have’ verb (have, has, had), shall, will, can, would, may, might, must ইত্যাদি verb-র পরে ‘not’ বা ‘no’ বসিয়ে Affirmative Sentence কে Negative করতে হয়।
Examples :
আমি ডাক্তার হব-I shall be a doctor. (Aff.)
আমি ডাক্তার হব না -I shall not be a doctor. (Neg.)
সে গোবরডাঙায় বাস করে – He lives at Gobardanga(Aff.)
সে গোবরডাঙায় বাস করে না। He does not live at Gobardanga. (Neg.)
লক্ষ করো , Does এবং did যখন সাহায্যকারী verb হিসাবে ব্যবহৃত হয় তখন verb-এর রূপের পরিবর্তন হয় না অর্থাৎ verb-এর Present Form (First form) বসে। অন্যভাবে বলা যায় Do not, Does not, Did not-এর পরে verb-এর মূল form ব্যবহৃত হয়।
Note : Negative করার সময় Number (বচন), Gender (লিঙ্গ), Person (পুরুষ), Subject (কর্তা), Tense (কাল), কোনোটাই পরিবর্তিত হয় না।
নীচের Table গুলি লক্ষ করো :
- Statement (বিবৃতিমূলক) :
Affirmative ( হ্যাঁ-সূচক ) | Negative( না-সূচক ) |
Abhinava is a good boy. (অভিনব ভালো ছেলে।) | Abhinava is not a good boy. ( অভিনব ভালো ছেলে নয়। ) |
I went to school. (আমি বিদ্যালয়ে গিয়েছিলাম।) | I did not go to school. (আমি বিদ্যালয়ে যাইনি।) |
He comes here everyday. (সে প্রতিদিন এখানে আসে।) | He does not come here everyday. (সে প্রতিদিন এখানে আসে না।) |
He will play football. (সে ফুটবল খেলবে।) | He will not play football. ( সে ফুটবল খেলবে না। ) |
2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য ) :
Affirmative (হ্যাঁ-সূচক) | Negative ( না-সূচক ) |
Is he a student ? (সে কি একজন ছাত্র?) | Is he not a student? (সে কি একজন ছাত্র নয় ?) |
Does Ram go to school ? ( রাম কি স্কুলে যায় ?) | Does not Ram go to school ? (রাম কি স্কুলে যায় না ? ) |
Has he a pen ? ( তার কি একটি কলম আছে ? ) | Has he not a pen ? (তার কি একটি কলম নেই ?) |
Where does he play ? ( সে কোথায় খেলা করে ? ) | Where does he not play? (সে কোথায় খেলা করে না ? ) |
3. Imperative Statement (অনুজ্ঞাসূচক বাক্য) :
Affirmative (হ্যাঁ-সূচক) | Negative (না-সূচক) |
Read the book. (বইটি পড়ো।) | Do not read the book. (বইটি পড়ো না।) |
Please come here. (অনুগ্রহ করে এখানে এসো।) | Please do not come here. (অনুগ্রহ করে এখানে এসো না।) |
Do the work. (কাজটি কর।) | Do not do the work. (কাজটি করো না।) |
4. Optative Statement (ইচ্ছার্থক/প্রার্থনাসূচক বাক্য ) :
Affirmative (হ্যাঁ-সূচক) | Negative (না-সূচক) |
May you be happy. (তুমি সুখী হও।) | May you not be happy. (তুমি সুখী হয়ো না।) |
May he live Long. (সে দীর্ঘজীবী হোক।) | May he not live long. (সে যেন দীর্ঘজীবী না হয়।) |
5. Exclamatory Statement (ইচ্ছার্থক/প্রার্থনাসূচক বাক্য ) :
Affirmative (হ্যাঁ-সূচক) | Negative (না-সূচক) |
Hurrah! We have won the game. (কী আনন্দ! আমরা খেলায় জিতেছি।) | Alas! We have not won the game. (হায়! আমরা খেলায় জিততে পারিনি।) |
Good God! I am Saved. (ঈশ্বর মঙ্গলময়। আমি রক্ষা পেয়েছি।) | Good God! I am not saved. (ঈশ্বর মঙ্গলময়। আমি রক্ষা পাইনি।) |
NEGATIVE-INTERROGATIVE SENTENCE (না সূচক -প্রশ্নবোধক বাক্য ) :
যখন প্রশ্নবোধক বাক্য না-বাচক বা নেতিবাচক অর্থ প্রকাশ করে তখন তাকে Negative Interrogative Sentence বলে। (When an Interrogative sentence expresses negative sense is called a Negative Interrogative sentence.)
Examples :
সে কি আজ আসেনি ? – Has he not come today?
ছাত্রটি কি দ্বাদশ শ্রেণিতে পড়ে না ? – Does the student not read in class XII ?
তুমি কি ছাত্র নও ? – Are not you a student ?
DIVISION OF SENTENCES ON THE BASIS OF STRUCTURE ( গঠনগত দিক থেকে বাক্যের বিভাগ ) :
গঠনগত দিক থেকে (According to structure) Sentence তিন প্রকার যথা: (i) Simple Sentence (সরল বাক্য)
(ii) Complex Sentence (জটিল বাক্য) (iii) Compound Sentence (যৌগিক বাক্য)
Simple Sentence (সরল বাক্য) :
যে বাক্যে একটিমাত্র কর্তা (Subject) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (Finite verb) থাকে, তাকে Simple sentence বলে। (A sentence which has only one subject and one finite verb, is called a simple sentence.)
Examples :
সে ভালো আবৃত্তি করে – He recites well.
ছেলেটি অষ্টম শ্রেণিতে পড়ে – The boy reads in class VIII.
পাখিরা আকাশে ওড়ে – Birds fly in the sky.
সজল কাউকে পছন্দ করে না – Sajal does not like anybody.
আমি রবীন্দ্রসংগীত ভালোবাসি – love Rabindra Sangeet.
Complex Sentence (জটিল বাক্য ) :
যে বাক্যে একটি মাত্র Principal (প্রধান) clause (বাক্যাংশ) এবং এক বা একাধিক Sub-ordinate (অপ্রধান) clause থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে । ( A sentence which consists of one principal clause and one or more sub-ordinate clauses is called a complex sentence ).
Examples :
আমি জানি যে ছেলেটি সৎ – I know that the boy is honest. প্রত্যেকে জানে যে সে সাহসী – Everybody knows that he is brave. যখন সূর্য অস্ত গেল তখন আমরা ফিরে এলাম – When the sun set, we returned.
Note: Complex Sentence-এ সর্বদা একাধিক Finite Verb থাকে এবং বাক্যাংশগুলি Sub-ordinating Conjunctions or binders (which, that, it, when ইত্যাদি) দিয়ে যুক্ত হয়।
iii. Compound Sentence (যৌগিক বাক্য ) :
যে বাক্যে দুটি বা তার বেশি সমগুরুত্ব সম্পন্ন (Co-ordinate) বাক্যাংশ কোনো সমন্বয়কারী সংযোজন অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে Compound sentence বলে। (A sentence consisted of two or more co-ordinate clauses and joined together by co-ordinating conjunctions or connectives is called a Compound Sentence.)
Examples :
আমি অসুস্থ ছিলাম এবং সে-জন্য আমি ক্লাসে যোগ দিতে পারিনি – I was ill and so I could not attend classes.
লোকটি গরিব কিন্তু সৎ – The man is poor but honest.
যে আসতে পারে আবার না আসতে পারে -He may come or he may not came.
এই Sentence-এর clause-গুলি Linkers (and, but, or ইত্যাদি) দিয়ে যুক্ত হয়।