Sentence and its Classification | বাক্য ও তার শ্রেণিবিভাগ | Part -1

আমরা সাধারণত Sentence বা বাক্যের সাহায্যে মনের ভাব প্রকাশ করি। কতকগুলি word বা শব্দ পরপর সাজিয়ে থাকা গঠন করেই মনের ভাব প্রকাশ করা হয়। তবে কতকগুলি শব্দ বা word-এর সমষ্টিমাত্রেই Sentence নয় । Word -গুলি সাজিয়ে অর্থপূর্ণ হলে তবেই Sentence তৈরি হয়।

Sentence and its Classification

Sentence বা বাক্য : একাধিক word বা শব্দ পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে Sentence বা বাক্য বলে। (A group of words so arranged as to make complete sense is called a sentence.)

Examples:

তুমি কি স্কুলে গিয়েছিল – Did you go to school?
সে বিদ্যালয়ে যায় না – He does not go to school.
গোরু ঘাস খায়- The cow eats grass.
তাহারা ভালো ছাত্র ছিল — They were good students.

উপরের উদাহরণ থেকে বুঝতে পারছ যে, প্রত্যেকটি Sentence বা বাক্য অনেকগুলি word নিয়ে গঠিত এবং প্রত্যেকটি word-এর একটি করে অর্থ আছে। আর প্রত্যেকটি Sentence একটি করে মনের ভাব প্রকাশ করছে। তাই এরা প্রত্যেকে এক একটি Sentence বা বাক্য।

আগেই বলা হয়েছে, কতকগুলি word পাশাপাশি বসালেই তা Sentence হয় না। যদি বলি A read book কিংবা cow grass eats The—তাহলে কোনো অর্থই হয় না। তাই এগুলি Sentence নয়।

অনেক ক্ষেত্রে একটি মাত্র word বা শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ পায়। সুতরাং একটি word-ও একটি Sentence হতে পারে। যেমন-go, stop, yes, come, no ইত্যাদি। Word গুলির প্রত্যেকটি দ্বারা মনের ভাব প্রকাশ পাচ্ছে—তাই এগুলি সবই Sentence বা বাক্য। প্রকৃতপক্ষে ৪০ বললে you go (তুমি যাও) বোঝায়। এখানে you (তুমি) অর্থাৎ subject (কর্তা) উহ্য (understood) আছে।

তোমরা দেখলে Sentence একটিমাত্র word দিয়ে গঠিত হতে পারে। একটিমাত্র word দিয়ে গঠিত Sentence (বাক্য)-কে বলা হয় one word sentence বা এক শব্দ বিশিষ্ট বাক্য এবং একাধিক word দিয়ে গঠিত বাক্যকে বলা হয়। Multi-word Sentence বা বহু শব্দ বিশিষ্ট বাক্য।

Note : Multi word Sentence-এ verb থাকতে পারে আবার না-ও থাকতে পারে। Verb না থাকলে তাকে Verbless Multi-word sentence বলে। যেমন How foolish (কী বোকামি), Hurry up (তাড়াতাড়ি কর), What a joke ( কি অদ্ভুত কৌতুক)। উপরের বাক্যগুলিতে Verb নেই কিন্তু প্রত্যেকে অর্থপ্রকাশ করছে।

CLASSIFICATION OF SENTENCES (বাক্যের শ্রেণি বিভাগকরণ) :

অর্থগত ও গঠনগত এই দুইভাবে বাক্যের শ্রেণিবিভাগ করা যায়। অর্থগত বা ভাবগত দিক থেকে Sentence পাঁচভাগে বিভক্ত। (Sentences are of five types on the basis of meaning)

Assertive or Declarative Sentence (বিবৃতিমূলক বাক্য) :

যে বাক্য সাধারণভাবে কোনো বিবৃতি বা বক্তব্য প্রকাশ করে তাকে Assertive or Declarative Sentence (A sentence that makes a declaration or an assertion is called an Assertive or a Declarative Sentence.) Assertive Sentence-কে statement ও বলা হয়। এই Sentence-এ প্রথমে subject এবং তারপরে verb এবং শেষে object বসে ও অন্যান্য অংশ বসে।

Examples:

সে স্কুলে গিয়েছিল – He went to school.
তুহিন পঞ্চম শ্রেণিতে পড়ে – Tuhin reads in class V
আমি একজন ছাত্র – I am a student. গোরু আমাদের দুধ দেয় -The cow gives us milk.
তার হাতের লেখা খারাপ নয়- His handwriting is not bad. আমি সাঁতার কাটতে পারি না – I cannot swim.
তার কোনো কলম নেই- He has no pen.

Note : Statement বা Assertive Sentence-র শেষে Full Stop (.) বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়।

Interrogative or Asking Sentence (প্রশ্নবোধক বাক্য)

যে বাক্য কোনো প্রশ্ন করে তাকে Interrogative বা Asking Sentence বলে। (A sentence that makes an interrogation or a question is called an Interrogative or Asking Sentence)। এই Sentence-কে Question-ও বলা হয়।

Examples :

তাহারা কি এসেছিল? – Did they come?
তুমি কি ছাত্র ? – Are you a student?
তোমার নাম কী?-What is your name?
সে কোথায় বাস করে?= Where does he live?
সে কি সুখী নয় ? – Is he not happy?
রাম কি সৎ নয়? – Is not Ram honest ?
তুমি কি বারাসাতে বাস কর? – Do you live at Barasat? তাহারা কি কাজটি করেছে? – Have they done the work ?

মনে রেখো ‘Not’ শব্দটি noun-এর আগে এবং pronoun-এর পরে বসে।

Note : Question বা Interrogative Sentence সর্বদা Question mark বা Note of Interrogation (?) দিয়ে শেষ হয়। Asking Sentence বা Question আবার দুই রকমের হতে পারে—

i. Yes/ No Questions.
ii. WH Questions.

Yes/ No Questions : এই ধরনের প্রশ্নবোধক বাক্যের উত্তর Yes বা No (হ্যাঁ বা না) ব্যবহার করে দেওয়া যায়। এইরকম প্রশ্নগুলির বাক্য অর্থাৎ Yes-No Questions-am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, will, can, may প্রভৃতি Auxiliary verb দিয়ে শুরু হয়। এই verb গুলি যখন question তৈরি করে তখন এদের operator বলে। যেমন-

রতন কি স্কুলে আসে নি – Did Ratan not come to school. তুমি কি ছবিটি আঁকতে পার ? – Can you draw the picture ? তোমার কি কোনো ভাই আছে? – Have you any brother?
সে কি অষ্টম শ্রেণিতে পড়ে? – Does he read in class VIII ?
তার কি কোনো কলম নেই? – Has he not any pen?

Note: Operator- Not Negation বা Question করতে ব্যবহৃত হয়। এই Operator-এর সাথে আর একটি verb বসলে Operator-কে Auxiliary verb বলে।

Examples:

তাহারা ফুটবল খেলছিল – They were playing football. আমি পড়ছি – I am reading.
কাজটি যত্নসহকারে করা হয়েছিল — The work was done carefully.
সে পরীক্ষায় পাস করেছে – He has pased in the examination.

ii. Wh Questions এই ধরনের প্রশ্নবোধক বাক্যে Wh-word প্রথমে বসে। এে উত্তর কখনোই Yes/No ব্যবহার করে দেওয়া যায় না। Operator-এর আগে Wh-word বসিয়ে Wh-Question তৈরি করা হয়।

Examples :

সে কখন আসবে? – When will he come
তোমার দেরী হল কেন? – Why are you late ?
কে অঙ্কটি করেছিল? – Who did the sum ?
তোমার বয়স কত ? How old are you?

Wh-words : যে সমস্ত Interrogative Particles-এর প্রথম letter অক্ষর) W বা H থাকে তাদের WH Words বলে। Wh words গুলি হল: what-কি , when-কখন, where (অ্যায়া(র) কোথায়, which (উইচ) – কোনটি, who (হু) – কে বা কারা, whom (হুম্) – কাকে, whose (হুজ) – কাহার, why (এআই) কেন, how (হাউ) – কীভাবে। এই সমস্ত Wh-words কে question words- বলা হয়।

Statement Assertive Sentence operator operator কে বসিয়ে সহজেই Question করা যায়। নীচের উদাহরণ দেখে।

StatementQuestion
সে একজন ছাত্র – He is a student.
রামের একটি কলম আছে – Ram has a pen.
তাহারা ভালো ছাত্র – They are good students.
সে কি একজন ছাত্র? – Is he a student ?
রামের কি কলম আছে? – Has Ram a pen ? তাহারা কি ভালো ছাত্র? – Are they good Students ?

Note : Wh words বা Question words দিয়ে প্রশ্ন করলে তার উত্তর ‘Yes’ বা ‘No’ হতে পারে না। একটা নির্দিষ্ট উত্তর অবশ্যই থাকবে।

Examples :

তোমার বয়স কত? – How old are you?
সে কখন আসবে ? – When will he come?
তোমার বন্ধু কে? – Who is your friend ?

Leave a Comment